দাদু ভাই
নাসরুল্লাহ শাকুরি
আজকে এক মহান লোকের কথা বলছি আমি।
যার কথা আমার চেয়ে তোমারা জানো বেশি।
তিনি ছিলেন মস্ত বড়ো জ্ঞানী এবং সাধক।
লাখো লাখো ছাত্রের তিনি ছিলেন অভিভাবক।
নিজের হাতে গড়েছেন অনেক দ্বীনি প্রতিষ্ঠান।
টিকিয়ে রাখতে সময়-অর্থ সব করেছেন দান।
ছোটোদের সাথেও মিশতে দ্বিধা করতো না তাঁর মন।
ধনী-গরীব সবাই ছিলো তাঁর একান্ত আপন।
তাঁর নাম মাওলানা তাফাজ্জল হোসাইন শাকুরী।
আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।
(প্রিন্সিপাল মাওলানা তাফাজ্জল হোসাইন শাকুরী স্মরণে)